সুস্থতার জন্য দৌড়াও, দীঘিনালায় ১০ কিলোমিটার যুব ম্যারাথন অনুষ্ঠিত

খাগড়াছড়ির দীঘিনালায় ১০ কিলোমিটার যুব ম্যারাথন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 'সুস্থতার জন্য দৌড়াও'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুবসমাজের উদ্যোগে এই যুব ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে যুব শুভ উদ্বোধন করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল আমিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর তোকির আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মো. তানজিল পারভেজ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন সিনিয়র কর্মকর্তা ও সামরিক কর্মকর্তাবৃন্দ। এ ম্যারাথন উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জামতলী, হাচিনসনপুর, কাবাখালী ও শান্তিপুর সড়ক ঘুরে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে ১০ কিলোমিটার ম্যারাথন দৌড় শেষ হয়। ম্যারাথনে মোট ১৯০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। উদ্বোধনের পর প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরাও প্রতীকীভাবে ম্যারাথনে অংশ নেন, যা অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। প্রতিযোগিতায় ৪০ মিনিট সময় নিয়ে মাইকেল ত্রিপুরা প্রথম স্থান, ৪১ মিনিটে হানজালা সানি দ্বিতীয় স্থান অধিকার করেন, ম্যারাথন শেষে অতিথিবৃন্দ সেরা দশ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। যুব ম্যারা

সুস্থতার জন্য দৌড়াও, দীঘিনালায় ১০ কিলোমিটার যুব ম্যারাথন অনুষ্ঠিত

খাগড়াছড়ির দীঘিনালায় ১০ কিলোমিটার যুব ম্যারাথন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 'সুস্থতার জন্য দৌড়াও'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুবসমাজের উদ্যোগে এই যুব ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে যুব শুভ উদ্বোধন করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল আমিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর তোকির আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মো. তানজিল পারভেজ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন সিনিয়র কর্মকর্তা ও সামরিক কর্মকর্তাবৃন্দ।

এ ম্যারাথন উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জামতলী, হাচিনসনপুর, কাবাখালী ও শান্তিপুর সড়ক ঘুরে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে ১০ কিলোমিটার ম্যারাথন দৌড় শেষ হয়।

ম্যারাথনে মোট ১৯০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। উদ্বোধনের পর প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরাও প্রতীকীভাবে ম্যারাথনে অংশ নেন, যা অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।

প্রতিযোগিতায় ৪০ মিনিট সময় নিয়ে মাইকেল ত্রিপুরা প্রথম স্থান, ৪১ মিনিটে হানজালা সানি দ্বিতীয় স্থান অধিকার করেন, ম্যারাথন শেষে অতিথিবৃন্দ সেরা দশ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

যুব ম্যারাথন ২০২৪-এর ব্যবস্থাপনা আহ্বায়ক ছিলেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. দুলাল হোসেন। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামান জীবন এবং সদস্য সচিব ছিলেন ডা. আশরাফুল ইসলাম। এ ছাড়াও আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা সার্বিক ব্যবস্থাপনায় যুক্ত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল আমিন বলেন, 'শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলা ও নিয়মিত দৌড়চর্চার বিকল্প নেই। যুবসমাজকে মাদক ও অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।'

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow