সূর্য-পান্ত-গিলদের তাণ্ডবে ২১৩ রানের পাহাড় ভারতের

1 month ago 14

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠানোই কি কাল হলো শ্রীলঙ্কার? সূর্যকুমার যাদব, রিশাভ পান্তরা ব্যাট হাতে রীতিমত তাণ্ডব চালালেন লঙ্কান বোলারদের ওপর। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রানের পাহাড় গড়েছে ভারত। অর্থাৎ জিততে হলে শ্রীলঙ্কাকে করতে হবে ২১৪।

পাল্লেকেলেতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল ভারত। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে ৭৪ রান তোলেন জশস্বী জয়সওয়াল আর শুভমান গিল। দুই বলে দুজনকে ফিরিয়ে অবশ্য কিছুটা লড়াইয়ে ফেরার আভাস দিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু এরপর সূর্য-পান্তদের সামনে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা।

জয়সওয়াল ২১ বলে ৪০ আর গিল ১৬ বলে ৩৪ করে আউট হন। তবে এরপর ২২ বলে হাফসেঞ্চুরি তুলে নেন সূর্য। ভারতের নতুন অধিনায়ক ২৬ বলে ৮ চার আর ২ ছক্কায় করেন ৫৮ রান। পান্তর ব্যাট থেকে আসে ৩৩ বলে ৪৯।

মাথিসা পাথিরানা শেষদিকে বেশ কয়েকটি উইকেট তুলে নেন। তবে ৪ উইকেট শিকার করতে তার খরচ ৪০ রান। শ্রীলঙ্কা বেশ কয়েকটি ক্যাচও মিস করে। নাহলে হয়তো ভারতের পুঁজিটা আরেকটু কম হতো।

এমএমআর/এমএস

Read Entire Article