সূর্য, এক অনাথ ছেলে। বন্দরের অপরাধ জগতে বড় ভাইয়ের ছত্রছায়ায় বেড়ে ওঠে। একদিন আহত হয়ে হাসপাতালে গেলে তার সঙ্গে দেখা হয় তারা নামের এক মেয়ের। তারা, একজন সাংবাদিক ও নার্স। সূর্যের জীবনে নতুন আলো নিয়ে আসে।
এমনই এক প্রেমময় গল্প নিয়ে নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘মন মঞ্জিল’। সিএমভি’র ব্যানারে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি।
এতে সূর্য চরিত্রে তৌসিফ মাহবুব আর... বিস্তারিত