দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশের পর হাফেজ মুহাম্মাদ হাসানকে সংবর্ধনা দিয়েছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইউম খান। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষুদে হাফেজ হাসানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নগদ ১০ হাজার টাকা উপহার প্রদান করা হয়।
মুহাম্মাদ হাসান নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের শওকত হাওলাদারের ছেলে। দুই বোনের একমাত্র ভাই এবং পরিবারের সবচেয়ে ছোট সন্তান সে। মাত্র ৯ বছর বয়সে ৬ মাস ৮ দিনে হাফেজ হয়েছে সে। নড়িয়ার প্রখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান তাহসিনুল কুরআন কওমি মাদ্রাসার ছাত্র হাসান।
মাদ্রাসার মুহতামিম হাফেজ আবদুস সাত্তার বলেন, হাসান অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্র। তার নিয়মিত অধ্যবসায় ও কোরআনের প্রতি গভীর ভালোবাসার কারণেই এত অল্প সময়ে হিফজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। আজ ইউএনও তাকে সংবর্ধনা দিয়েছেন। এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য গর্ব ও সম্মানের।
হাসানের বাবা শওকত হাওলাদার বলেন, আমার ছেলে কোরআন হাফেজ হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। উপজেলা প্রশাসনের এ সম্মান আমাদের পরিবারের জন্য বড় প্রাপ্তি।
নড়িয়া উপজেলার ইউএনও মো. আব্দুল কাইউম খান বলেন, কালবেলায় সংবাদের মাধ্যমে জানতে পারি হাফেজ হাসান খুব অল্প সময়ে কোরআনে হাফেজ হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাকে সম্মানিত করার উদ্যোগ নিয়েছি। তার এ অর্জন সত্যিই প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক।

4 hours ago
5








English (US) ·