সেই ছবি দেখিয়ে ট্রাম্পকে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কড়া ভাষায় একটি হত্যার হুমকি দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ট্রাম্পের একটি রক্তাক্ত ছবির সঙ্গে কড়া হুমকি দেওয়া হয়। এতে লেখা হয়, এবার লক্ষ্যভ্রষ্ট হবে না।  বুধবার (১৪ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপির বরাতে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, এটি ট্রাম্পের বিরুদ্ধে তেহরানের এখন পর্যন্ত সবচেয়ে সরাসরি ও প্রকাশ্য হুমকি। যুক্তরাষ্ট্র ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর দমন-পীড়নের সমালোচনা করে আসছে। এমনিকি এ নিয়ে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারিও দিযয়েছেন। হুমকির সঙ্গে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলার শহরে ২০২৪ সালের একটি নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর চালানো হামলার একটি ছবি প্রচার করা হয়েছে। ওই ঘটনায় বন্দুকধারী থমাস ক্রুকস ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালালে তার কানে আঘাত লাগে।

সেই ছবি দেখিয়ে ট্রাম্পকে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কড়া ভাষায় একটি হত্যার হুমকি দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ট্রাম্পের একটি রক্তাক্ত ছবির সঙ্গে কড়া হুমকি দেওয়া হয়। এতে লেখা হয়, এবার লক্ষ্যভ্রষ্ট হবে না। 

বুধবার (১৪ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপির বরাতে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, এটি ট্রাম্পের বিরুদ্ধে তেহরানের এখন পর্যন্ত সবচেয়ে সরাসরি ও প্রকাশ্য হুমকি। যুক্তরাষ্ট্র ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর দমন-পীড়নের সমালোচনা করে আসছে। এমনিকি এ নিয়ে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারিও দিযয়েছেন।

হুমকির সঙ্গে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলার শহরে ২০২৪ সালের একটি নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর চালানো হামলার একটি ছবি প্রচার করা হয়েছে। ওই ঘটনায় বন্দুকধারী থমাস ক্রুকস ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালালে তার কানে আঘাত লাগে।

এর আগেও ইরান ট্রাম্পকে হত্যার হুমকি দিয়েছে। ২০২২ সালে ইরানি শাসনব্যবস্থাসংশ্লিষ্ট একটি ভিডিওতে ট্রাম্পের মার-এ-লাগো গলফ কোর্সে হত্যাচেষ্টার দৃশ্য দেখানো হয়েছিল। পরে একই গলফ কোর্সে ট্রাম্পকে লক্ষ্য করে হামলার চেষ্টা করার অভিযোগে রায়ান রাউথ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে ভিডিওটি আবার আলোচনায় আসে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, ২০২৪ সালে ইরানের নেতৃত্বাধীন একটি ষড়যন্ত্রে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা নস্যাৎ করা হয়। এ ঘটনায় ফারহাদ শাকেরি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ট্রাম্পকে হত্যার দায়িত্ব দিয়েছিল বলে অভিযোগ রয়েছে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সাম্প্রতিক সরকারপন্থি সমাবেশগুলোতে অংশগ্রহণকারীদের ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগান দিতে শোনা গেছে।  এছাড়া তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow