সেই দ্বৈরথ দেখতে চান শান্তও

2 months ago 6
সম্প্রতি সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই টানটান উত্তেজনা। দুই দলের মধ্যকার দ্বৈরথটাও স্পষ্ট। ম্যাচের মধ্যে সেটা ছড়িয়েছেও বহুবার। বিশেষ করে সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর দ্বৈরথ বেড়েছে বহুগুণ। এবার আরেকবার শ্রীলঙ্কা সফর, আবারও সেরকম কিছু অপেক্ষা করছে কি না কে জানে! তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছেন, হলে তো ভালোই। শ্রীলঙ্কার বিপক্ষে তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আজ দলের একটি অংশ রওনা দিয়েছে, বাকিরা যাচ্ছেন আগামীকাল। ১৭ জুন থেকে শুরু হচ্ছে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট। তার আগে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে কথা বলেন নাজমুল হোসেন। এ সময় দুই দলের দ্বৈরথ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘হলে তো ভালোই। হোক না।’ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ঘিরে গেল কয়েকদিন অনুশীলন করেছেন নাজমুলরা। সেখানে প্রস্তুতি ভালো হয়েছে বলে জানিয়েছেন অধিনায়কও, ‘প্রস্তুতি মোটামুটি ভালো হইছে। আরেকটু ভালো হইতে পারতো। পাকিস্তান সিরিজটা একটু দেরিতে হইলো—এক্সকিউজ হিসেবে দেখতে চাই না।’
Read Entire Article