সেঞ্চুরি ছাড়াই ৪০০, শেষে ২৩৮ রানে ইংলিশদের জয়

3 months ago 95

 

বার্মিংহ্যামে আজ বিরল এক রেকর্ড গড়লো ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ শুরু হলো তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচেই সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ২৩৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ইংলিশরা। স্থায়ী অধিনায়ক হিসেবে হ্যারি ব্রুকের শুরুটাও হলো দুর্দান্ত।

এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৪০০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ২৬.২ ওভারে অলআউট হয়ে যায় ১৬২ রানে।

সবচেয়ে মজার বিষয় হলো, ওয়ানডে ক্রিকেটে এই প্রথম কোনো দল ৪০০ রান করলো অথচ, সেখানে একজন ব্যাটারও সেঞ্চুরি করতে পারলো না। চারটি ছিল হাফ সেঞ্চুরি। একটি ইনিংস ৮০ প্লাস।

বার্মিংহ্যামের এজবাস্টনে টস জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। কিন্তু সিদ্ধান্তটা যে ভুল ছিল, তা পরে টের পেলেন তিনি। শুরুতেই দুই ওপেনার জেমি স্মিথ ও বেন ডাকেট মিলে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট করতে থাকেন। ৭ ওভারে ৬৪ রানের জুটি গড়ে থামেন।

২৪ বলে ৩৭ রান করে আউট হন জেমি স্মিথ। ৪৮ বলে ৬০ রান করেন বেন ডাকেট। এরপর স্লো ইনিংস খেলেন জো রুট। ৬৫ বলে ৫৭ রান করেন তিনি। অধিনায়ক হ্যারি ব্রুক করেন ৪৫ বলে ৫৮ রান। ৩২ বলে ৩৭ রান করেন জস বাটলার।

তবে শেষ দিকে ঝড় তোলেন জ্যাকব বেথেল। ৫৩ বলে ৮২ রান করেন তিনি। ৮টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কার মার মারেন বেথেল। ২৪ বলে ৩৯ রান করেন উইল জ্যাকস। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৪০০ রান করে ইংল্যান্ড।

জবাব দিতে নেমে ইংলিশ বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি ক্যারিবীয় ব্যাটাররা। ২৬.২ ওভারে অলআউট হয় ১৬২ রানে। ১১ নম্বর ব্যাটার জাইডেন সিলস সর্বোচ্চ ২৯ রান করেন। ২৫ রান করেন শাই হোপ এবং ২২ রান করেন কিসি কার্টি। ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নেন সাকিব মাহমুদ ও জেমি ওভার্টন। ২ উইকেট নেন আদিল রশিদ।

আইএইচএস/কেএএ/

Read Entire Article