আর্সেনালের বিপক্ষে শততম জয়ের লক্ষ্য নিয়ে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের প্রথম ম্যাচে মাইলফলক গড়া হল না ইউনাইটেডের। রিকার্দো কালাফিউরির গোলে ঘরের মাঠে ১-০ গোলে হেরেছে রেড ডেভিলসরা। গানার্সদের বিপক্ষে সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে ২৪৪ ম্যাচে ৯৯ ম্যাচ জিতেছিল ইউনাইটেড। আর্সেনাল জিতেছিল ৯০টি। ওল্ড ট্রাফোর্ডে দাপট দেখালেও আর্সেনালের বিপক্ষে ১০০তম জয় মেলেনি স্বাগতিকদের। ম্যাচের […]
The post সেঞ্চুরি হল না ইউনাইটেডের, রিকার্দোর গোলে জিতল আর্সেনাল appeared first on চ্যানেল আই অনলাইন.