সেতু আছে সড়ক নেই
রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তার শাখা মানাস নদের ওপর ১০ বছর আগে ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল একটি সেতু। নির্মাণের তিন বছরের মাথায় সেতুর সংযোগ সড়কের দুই পাড় ভেঙে যায়। এর পর কাঠের সাহায্যে সেতু পারাপারের উদ্যোগ নেওয়া হয়। সাম্প্রতিক বন্যায় পানির তোড়ে কাঠের অংশটিও ভেঙে যায়। ফলে সেতুটি দিয়ে পারাপার সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষ এখন নৌকা দিয়ে ওই স্থান পার হচ্ছেন। এতে স্থানীয়দের চরম ভোগান্তি হচ্ছে। তবে উপজেলা প্রশাসন বলছে, সেতুর দুই পাশ কাঠ দিয়ে মেরামত করে দেওয়া হয়েছে। এতে চলাচলে সমস্যা হওয়ার কথা না। কাউনিয়া উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, ২০১৪ সালে সরকার ও ইউএসএআইডির অর্থায়নে বালাপাড়া