সেতুর মাঝের দুটি অংশে ফুটা হয়ে ধসে পড়েছে। ভেঙ্গে গেছে রেলিং, বের হয়ে এসেছে রড। আর ভাঙ্গা অংশের উপরে কাঠ বিছিয়ে স্থানীয়রা করছে চলাচল। এমন দুরবস্থার দশ বছরেও সংস্কার হয়নি দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মুকন্দি গ্রামের খালের উপর ৩০ বছর আগে নির্মিত সেতুটির। যার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সড়কে চলাচলরত ঐ অঞ্চলের ছয় গ্রামের প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষের।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার... বিস্তারিত