সেনাকুঞ্জে খালেদা জিয়া যাবেন কি না, জানা যাবে যখন
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থা ঠিক থাকলে তিনি গুলশানের বাসভবন থেকে রওনা হতে পারেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর। তিনি জানান, ম্যাডাম (খালেদা জিয়া) শারীরিকভাবে একটু অসুস্থ। তবে শুক্রবার শারীরিক অবস্থার পরিবর্তন হলে তার সশস্ত্র বাহিনী দিবসে অংশগ্রহণ করার পরিকল্পনা রয়েছে। এদিকে সেনাকুঞ্জে খালেদা জিয়া যাবেন কি না জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবীর খান শুক্রবার সকালে কালবেলাকে বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্মতি জানিয়েছেন। দলীয় চেয়ারপারসন তার মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী দুপুর ১২টায় জানা যাবে তিনি এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কি না। এর আগে বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে শায়রুল কবীর জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্মতি জানিয়েছেন। দলীয় চেয়ারপারসন তার মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তি
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থা ঠিক থাকলে তিনি গুলশানের বাসভবন থেকে রওনা হতে পারেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর।
তিনি জানান, ম্যাডাম (খালেদা জিয়া) শারীরিকভাবে একটু অসুস্থ। তবে শুক্রবার শারীরিক অবস্থার পরিবর্তন হলে তার সশস্ত্র বাহিনী দিবসে অংশগ্রহণ করার পরিকল্পনা রয়েছে।
এদিকে সেনাকুঞ্জে খালেদা জিয়া যাবেন কি না জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবীর খান শুক্রবার সকালে কালবেলাকে বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্মতি জানিয়েছেন। দলীয় চেয়ারপারসন তার মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী দুপুর ১২টায় জানা যাবে তিনি এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কি না।
এর আগে বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে শায়রুল কবীর জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্মতি জানিয়েছেন। দলীয় চেয়ারপারসন তার মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি এ অনুষ্ঠানে অংশ নেবেন।
গত বছর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া। ওইদিন খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তাকে অভ্যর্থনা জানান।
What's Your Reaction?