সেনাবাহিনী-পুলিশের চাকরিচ্যুত সদস্যসহ ৫ আসামি রিমান্ডে

2 months ago 8
রাজধানীর উত্তরায় মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’-এর ডিস্ট্রিবিউটরের এক প্রতিনিধির কাছ থেকে র‌্যাব পরিচয়ে ১ কোটি ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সেনাবাহিনীর চাকরিচ্যুত সার্জেন্ট জালাল উদ্দিন ওরফে রবিউল (৪৩) ও পুলিশের চাকরিচ্যুত গোলাম মোস্তফা ওরফে শাহীন পুলিশসহ (৫৫) পাঁচ আসামির ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্য আসামিরা হলেন মো. ইমদাদুল শরীফ ওরফে নয়ন (২৮),  সাইফুল ইসলাম শিপন (৩৫), মো. হাসান (২৮)। বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশীতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক সুমন মিয়া। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। শুনানি শেষে বিচারক প্রত্যেকের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাত ১টা ৪৫ মিনিটে রাজধানী থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। রিমান্ড আবেদনে বলা হয়, পুলিশ ও সেনাবাহিনীর সদস্য দুইজনকে ডাকাত দলের দলনেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, গত ১৪ জুন সকাল ৮টা ৫০ মিনিটের দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে নগদের স্থানীয় ডিস্ট্রিবিউটর অফিসের এমডি আব্দুল খালেক নয়নের বাসা থেকে দুটি ব্যাগে ভরে দুটি মোটরসাইকেলে ১ কোটি ২২ লাখ ৯৮ হাজার টাকা নিয়ে রওনা দেন চারজন ব্যক্তি। বাসার সামনে বাম পাশে পৌঁছাতেই আগে থেকে অবস্থান নেওয়া কালো রঙের হাইস গাড়ি মোটরসাইকেল দুটির গতি রোধ করে। পরে র‍্যাব পরিচয়ে ও র‍্যাবের পোশাক পরা ৮ থেকে ১০ জন অস্ত্রের মুখে ওই চারজনকে জিম্মি করে ব্যাগ ছিনিয়ে নেয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী ব্যক্তি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় একটি কালো মাইক্রোবাস মোটরসাইকেলটির গতিরোধ করে। এরপর র‍্যাবের পোশাক পরা কয়েকজন ব্যক্তি  ওই মাইক্রোবাস থেকে বেরিয়ে এসে ভুক্তভোগীকে ধড়ার চেষ্টা করে। ভুক্তভোগী ব্যক্তি দৌড় দিলে র‍্যাবের পোশাক পড়া ব্যক্তিরা তাকে ধাওয়া করে। একপর্যায়ে তারা তাকে ধরে ফেলে এবং মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়। এ ঘটনায় নগদ কোম্পানির মানি ডিস্ট্রিবিউটর মো. আব্দুর রহমান গত ১৪ তারিখ উত্তরা পশ্চিম থানায় একটা মামলা করেন।
Read Entire Article