সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক
সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে আটক করেছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) রাতের এ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনী জানায়, নবম পদাতিক ডিভিশনের অধীন সাভার সেনানিবাসের ৭১ মেকানাইজড ব্রিগেডের ১৫ ইবি (মেক)–এর বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাতুয়াইল এলাকায় কিশোর গ্যাংয়ের আস্তানায় অভিযান পরিচালনা করে। এতে গ্যাংয়ের ১১ সদস্য আটক হয়। অভিযানে ১১টি ধারাল দেশীয় অস্ত্র, ৫০০ গ্রাম গাঁজা এবং প্রায় ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী আরও জানায়, এসব কিশোর দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক বেচাকেনা ও আধিপত্য বিস্তারের জন্য পেশিশক্তি প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল। আটক ব্যক্তিদের সঙ্গে জব্দকৃত সব আলামত ডেমরা থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে আটক করেছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) রাতের এ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনী জানায়, নবম পদাতিক ডিভিশনের অধীন সাভার সেনানিবাসের ৭১ মেকানাইজড ব্রিগেডের ১৫ ইবি (মেক)–এর বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাতুয়াইল এলাকায় কিশোর গ্যাংয়ের আস্তানায় অভিযান পরিচালনা করে। এতে গ্যাংয়ের ১১ সদস্য আটক হয়। অভিযানে ১১টি ধারাল দেশীয় অস্ত্র, ৫০০ গ্রাম গাঁজা এবং প্রায় ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনী আরও জানায়, এসব কিশোর দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক বেচাকেনা ও আধিপত্য বিস্তারের জন্য পেশিশক্তি প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল। আটক ব্যক্তিদের সঙ্গে জব্দকৃত সব আলামত ডেমরা থানায় হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?