সেনাবাহিনীর আর্থিক সহায়তায় ডাকসু সদস্য হেমা চাকমার বাবার চিকিৎসা

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ- ডাকসু সদস্য হেমা চাকমার বাবা অনিল চন্দ্র চাকমার চিকিৎসার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পানছড়ির লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে হেমা চাকমার বাবাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর মো. জায়েদ-উর-রহমান অয়ন এ সহায়তা তুলে দেন। এ সময় হেমা চাকমার বাবা সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমার উন্নত চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। হেমা চাকমার বাবা অনিল চন্দ্র চাকমা বলেন, 'বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাহাড়ের মানুষের সুখ, দুঃখে পাশে থাকে। আমি ও আমার পরিবার সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ। আশা করি সেনাবাহিনী সবসময় এভাবে অসহায়দের পাশে দাঁড়াবে।' সেনাবাহিনী জানায়, 'নাগরিকদের সার্বিক নিরাপত্তা প্রদান এবং শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি সেনাবাহিনী সবসময় অসহায়দের পাশে দাঁড়িয়েছে। এর অংশ হিসেবে ডাকসু সদস্য হেমা চাকমার বাবা অনিল চন্দ্র চাকমার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করা হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্

সেনাবাহিনীর আর্থিক সহায়তায় ডাকসু সদস্য হেমা চাকমার বাবার চিকিৎসা

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ- ডাকসু সদস্য হেমা চাকমার বাবা অনিল চন্দ্র চাকমার চিকিৎসার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পানছড়ির লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে হেমা চাকমার বাবাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর মো. জায়েদ-উর-রহমান অয়ন এ সহায়তা তুলে দেন।

এ সময় হেমা চাকমার বাবা সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমার উন্নত চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হেমা চাকমার বাবা অনিল চন্দ্র চাকমা বলেন, 'বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাহাড়ের মানুষের সুখ, দুঃখে পাশে থাকে। আমি ও আমার পরিবার সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ। আশা করি সেনাবাহিনী সবসময় এভাবে অসহায়দের পাশে দাঁড়াবে।'

সেনাবাহিনী জানায়, 'নাগরিকদের সার্বিক নিরাপত্তা প্রদান এবং শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি সেনাবাহিনী সবসময় অসহায়দের পাশে দাঁড়িয়েছে। এর অংশ হিসেবে ডাকসু সদস্য হেমা চাকমার বাবা অনিল চন্দ্র চাকমার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করা হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।'

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow