সেনাবাহিনীর নাম ভাঙিয়ে প্রতারণা, চট্টগ্রামে যুবক আটক

1 month ago 14

চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীর নাম ভাঙিয়ে প্রতারণার মাধ্যমে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোহাম্মদ ইকবাল (৩৫) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার আটক হওয়া ইকবাল লোহাগাড়া থানার চুনতি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কাঠালিয়া পাড়ার আবদুল আজিজের পুত্র।

লোহাগাড়া উপজেলা সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোস্তাফিজুর রহমান জানান, সেনাবাহিনী কর্তৃক চেকপোস্টে কাগজপত্র চেক করার জন্য আটক করা মোটরসাইকেল ছাড়িয়ে দেওয়ার নামে চরম্বা বিবিবিলা এলাকার কাইছার হামিদ নামের একজনের কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। পাশাপাশি আরেক মোটরসাইকেল মালিকের কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করে।

আরও পড়ুন: ধোঁকা-প্রতারণা ইসলামে নিষিদ্ধ

তাছাড়া দোকান দখল করে দেওয়ার নামে চরম্বা নয়াবাজার এলাকার আবদুস শুক্কুরের কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইকবাল নামের ওই যুবককে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করে।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, সেনাবাহিনীর নাম ভাঙিয়ে প্রতারণার মাধ্যমে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক ইকবালকে সেনাবাহিনী আটক করে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রোববার তাকে আদালতে হাজির করা হবে।

এমডিআইএইচ/এমএইচআর

Read Entire Article