সেন্ট ভিনসেন্টে ঈদ-উল আযহার নামাজ পড়লেন ক্রিকেটাররা

3 months ago 42

সাত সমূদ্র-তেরো নদী ওপারে এখন বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা এখন অবস্থান করছেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অন্যতম দ্বীপ সেন্ট ভিনসেন্টে। সেখানকার কিংসটাউনে অবস্থিত অ্যারোনেস ভ্যালে স্টেডিয়ামে এরই মধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ দল। নেদারল্যান্ডসকে ওই ম্যাচে হারিয়ে সুপার এইটে যাওয়ার পথ অনেকটা পরিষ্কার করে রেখেছে টাইগাররা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল ভোর সাড়ে ৫টায় নেপালের মুখোমুখি নাজমুল হোসেন শান্তরা। বাংলাদেশে ঈদ-উল আযহার দিন। তবে সেন্ট ভিনসেন্টে আজই ঈদ-উল আযহা উদযাপন করেছেন ক্রিকেটাররা। বাংলাদেশ দলের ক্রিকেটাররা যে হোটেলে অবস্থান করছেন, সেখানেই একটি জায়গা তৈরি করে নিয়ে ঈদের সালাত আদায় করেন ক্রিকেটাররা। 

Cricket team

ঈদের সালাত শেষে ক্রিকেটাররা একসঙ্গে ঈদের বিশেষ ভোজে অংশ নেন। 

সালাত শেষে বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ফেসবুকে ঈদের শুভেচ্ছ জানান সবাইকে। অফিসিয়াল পেজে তিনি লিখেন, `প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করার সাথে আপনার হৃদয় ভালবাসা এবং আনন্দে ভরে উঠুক। ঈদ মোবারক!‘

তাসকিন আহমেদ লিখেছেন, `ঈদ মুবারক! একটি আনন্দময় এবং শান্তিপূর্ণ ঈদ উল আযহার শুভেচ্ছা আপনাদেরকে! আল্লাহ আপনার কুরবানী কবুল করুক এবং আপনার পরিবারের উপর তার অশেষ রহমত বর্ষণ করুক।‘

Tawhid-riadh

ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে আবেগে ভেসেছেন তরুণ ক্রিকেটার তাওহিদ হৃদয়। পরিবার-পরিজন থেকে দূরে ঈদের সালাত আদায় করতে হয়েছে বলে ব্যথিত তিনি। হৃদয় লিখেছেন, `আত্মত্যাগের ঈদে দূরে আছি পরিবার, সবুজ-শ্যামল গ্রাম এবং দেশের থেকে। মহান আল্লাহপাক এই পবিত্র দিনটি আমার মা-বাবার মুখ দেখা থেকে বঞ্চিত করেছেন। খুব ইচ্ছা হলেও মায়ের কোলে মাথা রাখতে পারছি না, বন্ধুদের সাথে কোলা-কুলি করতে পারছি না। প্রতিবার কুরবানীর প্রিয় পশুর মাথায় হাত বুলিয়ে দেই, এবার সেটাও হলো না।  হয়তো আল্লাহ-পাক এই ত্যাগটুকুই আমার জন্য কবুল করেছেন। পরবর্তী ম্যাচে জাতীয় সংগীতের লাইনে দাঁড়িয়ে শুধু এতটুকুই মনে পরবে- দেশের দায়িত্বে আছি, এই দায়িত্ব পালনে এরকম শতশত ত্যাগের জন্য আমি সদা প্রস্তুত।  সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। আমাদের দোয়ায় রাখবেন। ঈদ মোবারাক।‘

Tawhid hridoy

মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, `আসসালামু আলাইকুম। তাকাব্বাল্লাহু মিন্না ও মিনকুম। ঈদ-উল আযহা মোবারক।‘

Riadh

আইএইচএস/

Read Entire Article