সেন্টমার্টিনে কোস্টগার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ সামগ্রী বিতরণ

3 hours ago 4

সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড উপকূল অথবা চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। পাশাপাশি দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছে কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ মনসুর আলী কর্তৃক সেন্টমার্টিন দ্বীপে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে সর্বমোট ১৭৩ অসহায়, গরিব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পেইনের নেতৃত্ব দিয়েছেন সার্জন লে. আদিব আদনান, এএমসি।

Read Entire Article