সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরি

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে 'অধ্যাদেশ মঞ্চ' তৈরি করছেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে চলতি সপ্তাহের বুধবারে অধ্যাদেশের ব্যাপারে কোন প্রকার ইতিবাচক সিদ্ধান্ত না এলে এখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা হতে পারে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা কলেজের সামনে এ মঞ্চ তৈরি করা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় মঞ্চে স্লোগান ও গান গেয়ে সময় পার করছেন আন্দোলনকারীরা। এসময় তারা ‘সেন্ট্রাল সেন্ট্রাল, অধ্যাদেশ জারি কর’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’, ‘দালালি না রাজপথ’, ‘আপস না সংগ্রাম’, ‘শিক্ষা নাকি সিন্ডিকেট’, ‘শিক্ষা, শিক্ষা’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এদিকে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনে মুখপাত্র ও ঢাকা কলেজের শিক্ষার্থী আবদুর রহমান বলেন, ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অনুদানে ৪টি অধ্যাদেশ মঞ্চ তৈরি হবে। ট্রাকের মধ্যে একটি ভাসমান মঞ্চ হবে। ৭টি ক্যাম্পাসের সামনে মোট ৪টি মঞ্চে ভাসমান মঞ্চটি বিচরণ করবে। নির্দিষ্ট সময়ে ভাসমান মঞ্চ একেক ক্যাম্পাসে জনসভা করে সংকট এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন। চাইলে সাংস্কৃতিক কার্যক্রমও হতে পারে। পরব

সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরি

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে 'অধ্যাদেশ মঞ্চ' তৈরি করছেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে চলতি সপ্তাহের বুধবারে অধ্যাদেশের ব্যাপারে কোন প্রকার ইতিবাচক সিদ্ধান্ত না এলে এখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা হতে পারে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা কলেজের সামনে এ মঞ্চ তৈরি করা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় মঞ্চে স্লোগান ও গান গেয়ে সময় পার করছেন আন্দোলনকারীরা।

এসময় তারা ‘সেন্ট্রাল সেন্ট্রাল, অধ্যাদেশ জারি কর’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’, ‘দালালি না রাজপথ’, ‘আপস না সংগ্রাম’, ‘শিক্ষা নাকি সিন্ডিকেট’, ‘শিক্ষা, শিক্ষা’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এদিকে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনে মুখপাত্র ও ঢাকা কলেজের শিক্ষার্থী আবদুর রহমান বলেন, ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অনুদানে ৪টি অধ্যাদেশ মঞ্চ তৈরি হবে। ট্রাকের মধ্যে একটি ভাসমান মঞ্চ হবে। ৭টি ক্যাম্পাসের সামনে মোট ৪টি মঞ্চে ভাসমান মঞ্চটি বিচরণ করবে। নির্দিষ্ট সময়ে ভাসমান মঞ্চ একেক ক্যাম্পাসে জনসভা করে সংকট এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন। চাইলে সাংস্কৃতিক কার্যক্রমও হতে পারে।

পরবর্তী কর্মসূচি জানতে চাইলে তিনি বলেন, এই সপ্তাহের বুধবারে অধ্যাদেশের ব্যাপারে কোনো প্রকার নেগেটিভ আপডেট এলে সেদিনই মার্চ ফর যমুনা হতে পারে। বুধবার আপডেট পজেটিভ হলে বৃহস্পতিবার ৪টি অধ্যাদেশ মঞ্চ থেকে সবাই একযোগে সায়েন্স ল্যাবের ভাসমান মঞ্চে একত্র হবে। সেখান থেকে বৃহৎ আনন্দ মিছিল বের হয়ে ঢাকা বিচরণ করবে।

এদিকে গতকাল (১৮ জানুয়ারি) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়। সব প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত খসড়া রোববার (১৮ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ে অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাবে বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রনালয় বলছে, অধ্যাদেশটি যেহেতু এখন সরকারের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদনের অপেক্ষায় আছে, সেহেতু জনদুর্ভোগ সৃষ্টি হয় বা স্বাভাবিক জনজীবন ব্যাহত হয় এমন কোনো কর্মসূচি বা কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো যাচ্ছে। যেকোনো আবেগপ্রসূত বা অস্থিতিশীল পরিস্থিতি দীর্ঘদিনের এই অর্জন ও শ্রমকে নসাৎ করে দিতে পারে।

প্রসঙ্গত, গেল বছরের ১৬ মার্চ কলেজগুলোকে নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তরের ঘোষণা আসে। গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত এরই মধ্যে হয়।

রাজধানীর সরকারি সাতটি কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহিদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ। ২০২৪ সালে দেশের পটপরিবর্তনে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এই সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow