সেপটিক ট্যাংকের শাটার খুলতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

1 week ago 12

পাবনার বেড়ায় সেপটিক ট্যাংকের শাটার খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বেড়া পৌর মহল্লার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে।

জানা যায়, দক্ষিণপাড়া এলাকার তাহেজ উদ্দিনের বাড়িতে কিছুদিন আগে সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়েছিল। সেই ট্যাংকের নির্মাণসামগ্রী অপসারণ করতে গিয়ে ঘটনাস্থলেই দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

মৃতরা হলেন পৌর সদরের হাতিগাড়া এলাকার আবুল কালামের ছেলে সজিব (৩৩) ও একই এলাকার আ. গফুরের ছেলে মস্তাকিন (২১)।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বৃশালিখা গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলামকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদরে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া মডেল থানার অফিসার ইনর্চার (ওসি) অলিউর রহমান জানিয়েছেন, সেপটিক ট্যাংকের শাটার খুলতে গিয়ে দুজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেড়া মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Read Entire Article