সেবার উদ্দেশ্যেই উইমেন্স হাসপাতালের যাত্রা শুরু : জামায়াত আমির

2 months ago 21
জামায়াতে ইসলামি বাংলাদেশের আমির ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. শফিকুর রহমান বলেছেন, মানবসেবার ব্রত নিয়েই সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের যাত্রা শুরু হয়েছিল।  বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এসময় ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা কেবল টাকা আয়ের জন্য হাসপাতালটি গড়ে তুলিনি। রোগীদের উন্নত সেবার জন্য ভালো ডাক্তার এবং শিক্ষার মান ঠিক রাখতে মেডিকেল কলেজের শুরু থেকেই আমরা ভালো শিক্ষক নিয়োগ দিয়েছি। আমরা আশা রাখি, সিলেটের নারী শিক্ষার প্রসারে এই মেডিকেল কলেজ অগ্রণী ভূমিকা পালন করবে। সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুল মতিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ডা. ওয়েস আহমেদ চৌধুরী, হাসপাতালের পরিচালক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম মনিরুল ইসলাম।   অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের পরিচালক নুরুল ইসলাম খাঁন, অধ্যাপক ডা. রুবিনা সুলতানা। মতবিনিময়ে চিকিৎসকের পাশাপাশি মেডিকেল শিক্ষার্থীরাও অংশ নেন।
Read Entire Article