সৈকতে নেমেছিলেন চার বন্ধু, ঢেউয়ে ভেসে একজনের মৃত্যু

1 week ago 10

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ঢেউয়ে ভেসে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তারা চার বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে এসেছিল। 

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটে। 

নিহত সামির (২৩) চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা। তিনি পেশায় রেফ্রিজারেটর মেকানিক ছিলেন। 

সামিরের বন্ধুরা জানান, তারা চার বন্ধু মিলে সকালে কক্সবাজারে বেড়াতে আসেন। তারা কটেজজোনের ক্ল্যাসিক ভিলা নামের একটি হোটেলে উঠেন। সেখান থেকে সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে সামির পানির ঢেউয়ে ভেসে যায়। কিন্তু সেখানে লাইফগার্ড সদস্যরা ছিলেন না। এক পর্যায়ে ঢেউয়ের তোড়ে কূলের কাছে চলে এলে তিন বন্ধু মিলে সামিরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। চিকিৎসকরা জানিয়েছে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুষ্ময় দাশ বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। প্রাথমিকভাবে তিন বন্ধু ঘটনার বিষয়ে জানায়। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।  

তিনি বলেন, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

Read Entire Article