সৈকতের ঝাউবনে খুলনার কাউন্সিলরকে গুলি করে হত্যা

8 hours ago 10

কক্সবাজার সমুদ্র সৈকতের ঝাউবনে খুলনার এক কাউন্সিলরকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে সৈকতের সুগন্ধা ও সি-গাল পয়েন্টের মাঝখানের ঝাউবনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান।

নিহতের পকেটে পাওয়া এনআইডির তথ্যমতে, তার নাম গোলাম রব্বানী। তিনি খুলনা সিটি করপোরেশনের দৌলতপুরের দেয়ানা উত্তর পাড়ার মো. গোলাম আকবরের ছেলে। গোলাম রব্বানী টিপু সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর। ৫ আগস্টের সরকার পতনের পর তিনি এলাকা থেকে পলাতক।

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান জানান, মোটরসাইকেল আরোহী হঠাৎ এসে এ ব্যক্তিকে গুলি করে। মাথার এক পাশ দিয়ে গুলি লেগে অন্যপাশ দিয়ে বেরিয়ে গেছে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন:

নিহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন সালাম নামে এক অটোরিকশাচালক। তিনি সাংবাদিকদের জানান, সিগাল পয়েন্টের সামনে কাঠের ব্রিজের পাশে হঠাৎ বিকট শব্দ হয়। গুলির আওয়াজ হয়েছে বুঝতে পেরে লোকজন দিগ্‌বিদিক ছুটে পালায়। এর মাঝে কে বা কারা গুলি করেছে শনাক্ত হয়নি। তখন চোখে পড়ে এক ব্যক্তি ঢলে পড়ছেন। সাহস করে কাছে গিয়ে গুলিবিদ্ধ ব্যক্তিকে তাৎক্ষণিক উদ্ধার করে নিজের অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, কে বা কারা তাকে গুলি করেছে তা শনাক্তের চেষ্টা চলছে। খুলনার কাউন্সিলর গোলাম রব্বানী টিপু কখন কক্সবাজার এসেছেন তাও জানার চেষ্টা চলছে।

সায়ীদ আলমগীর/এমআরএম

Read Entire Article