সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

3 hours ago 4

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেছেন, উত্তরাঞ্চলে সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবার মান আন্তর্জাতিক মানে উন্নীত করতে চাই। যাত্রীদের উন্নত সেবা প্রদানের মাধ্যমে আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রেও যোগাযোগ এগিয়ে নিতে হবে। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বেবিচক চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার অ্যানেক্স-১৭’র আয়োজন বাধ্যতামূলক। এ ধরনের মহড়া শুধু দুর্বলতাগুলো শনাক্ত করে না, বরং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা করে।

তিনি আরও বলেন, বিমান যাত্রীদের আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে এ মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মহড়ার সফলতা, সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতার এটি একটি দৃষ্টান্ত। এ সময় মহড়ায় অংশীজনের প্রস্তুতি ও সক্ষমতা দেখে সন্তোষ প্রকাশ করেন এ কর্মকর্তা।

এ অনুশীলনে সেনাবাহিনী, বিমানবাহিনী, র‌্যাব, এপিবিএন, পুলিশ, আনসার, চিকিৎসক ও নার্স অংশ নেন। অনুষ্ঠানের অনসীন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া।

Read Entire Article