ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে সকালের দুইটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। ফলে ফ্লাইট দুইটির শতাধিক যাত্রী বিমানবন্দর টার্মিনালে আটকে আছেন।
শুত্রুবার (১৫ নভেম্বর ) কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় সকাল থেকে বিমানবন্দরে ফ্লাইটের চলাচল বন্ধ রাখতে হয়।
বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৮টায় ইউএস বাংলার ১টি ও নভো এয়ারের ১টি ফ্লাইটের অবতরণের সিডিউল ছিল। কিন্তু সে সময় ঘন কুয়াশার কারণে রানওয়েতে দৃষ্টিসীমা ৫০ মিটারের কম ছিল। ফ্লাইটের ওঠা নামার জন্য রানওয়েতে ২০০০ মিটার দৃষ্টিসীমার প্রয়োজন হয়। এতে করে ফ্লাইট দুটি ঢাকা থেকে ছেড়ে আসেনি।
সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া ফ্লাইট চলাচলে বিঘ্নের সত্যতা নিশ্চিত করে বলেন, শীত মৌসুমের সময় বৈরী আবহাওয়ায় এমন ঘটনা প্রায়ই হয়ে থাকে। ঘন কুয়াশার কারণে রানওয়ে দেখার দৃষ্টিসীমা কম থাকায় দুটি ফ্লাইটের চলাচল বন্ধ রয়েছে। আশা করছি কুয়াশা কেটে গেলে বেলা ১১ টার দিকে সব ফ্লাইট চলাচলের সিডিউল স্বাভাবিক হবে। এতে কোন ফ্লাইট বাতিল করা হয়নি।