সোনাইমুড়ী প্রেসক্লাবের রজতজয়ন্তী উপলক্ষে গুণীজন সংবর্ধনা

3 months ago 9

নোয়াখালীর সোনাইমুড়ী প্রেসক্লাবের ২৫ বছর পূর্তি ও রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন ও গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৪ জুন) দুপুরে স্থানীয় একটি রেস্তোঁরায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাংবাদিক, সুধীজন, রাজনৈতিক নেতা, ব্যবসায়ীসহ সব শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

সম্মাননা পাওয়া গুণীজনরা হলেন ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও রত্নগর্ভা মা হাজেরা বেগম, শ্রেষ্ঠ শিক্ষক সোনাইমুড়ী হামেদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ সাইফুল্লাহ মুনির, দৈনিক সমকালের উপ-সম্পাদক শাহেদ চৌধুরী, মাছরাঙ্গা টেলিভিশনের বার্তাকক্ষ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম সাকিফ ও কাতার বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।

প্রেসক্লাবের প্রতিষ্ঠা সভাপতি সালাহ উদ্দিন জাগো নিউজকে বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ হিসেবে কাজ করে। কিন্তু কিছু অসাধু ব্যক্তির কারণে আজ এ পেশার মান ভূলুণ্ঠিত। তবুও শুকরিয়া আদায় করছি, গত ২৫ বছরে সোনাইমুড়ি প্রেসক্লাব সব প্রতিকূলতা কাটিয়ে এর সদস্যরা পেশাদারিত্ব বজায় রেখেছেন। ভবিষ্যতেও এ ক্লাবের সদস্যরা জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণে ভূমিকা রাখবে বলে মনে করি।

প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসাইন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম, সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম ছোটন, জামায়াতের জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাঈয়েদ আহমেদ, সেক্রেটারি জেনারেল বোরহান উদ্দিন, উপজেলা আমির হানিফ মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সানি, সাবেক সদস্য সচিব মো. দিদার হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল মনসুর সেলিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব প্রমুখ।

ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম

Read Entire Article