সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর মতবিনিময়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু। বুধবার (২১ জানুয়ারি) রাতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু। সভায় আরও বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, কেন্দ্রীয় যুবদলের নেতা হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত। এ ছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু।
বুধবার (২১ জানুয়ারি) রাতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু।
সভায় আরও বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, কেন্দ্রীয় যুবদলের নেতা হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত।
এ ছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বগাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহ পারভেজ এবং জেলা মহিলা দলের সহসভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা।
সভায় নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের করণীয় এবং নির্বাচনী কৌশল নিয়ে মতামত তুলে ধরেন।
What's Your Reaction?