সোনারগাঁয়ে ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর ও লুটের অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এসএম জামালউদ্দিন নামের এক ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
সোমবার (১৭ মার্চ) গভীর রাতে ২০-২৫ জনের দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে হামলা চালয়। এ ঘটনায় বুধবার ব্যবসায়ী বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেন।
অভিযোগে ব্যবসায়ী এসএম জামালউদ্দিন জানান, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে তার উৎপাদিত সবজি রপ্তানি করে থাকেন। উপজেলার সনমান্দি ইউনিয়নের জাইদেরগাঁও গ্রামে তার ৮ শতাংশ জমির ওপর বাড়ি রয়েছে। সেখানে দুটি ঘর নির্মাণ করে ভাড়াটিয়াদের ভাড়া প্রদান করেন। একটি ঘরে ভাড়াটিয়া না থাকায় সোমবার রাতে দুর্বৃত্তরা হানা দেয়। ওই সময়ে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে হামলা করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।
এ সময় তিনি আরও জানান, জমি সংক্রান্ত বিরোধে একটি কোম্পানির মালিক ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করতে পারে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই আসল অপরাধী বের হয়ে যাবে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।