সোনারগাঁয়ে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর কারাগারে

3 hours ago 4

নারায়ণগঞ্জের সোানারগাঁয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাঁচপুর পাঠাত্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে স্থানীয় জনতা কিশোরকে আটক রেখে মারধর করে। 

অভিযুক্ত কিশোর পাবনার ঈশ্বরদী এলাকার বাসিন্দা। কাঁচপুর পাঠাত্তা এলাকার একটি রিকশা গ্যারেজে কাজ করে সে।

পুলিশ জানায়, পাঠাত্তা এলাকায় শিশুটিকে নিয়ে তার পরিবার ভাড়া বাড়িতে থাকে। সোমবার সাড়ে ৯টার দিকে ছয় বছর বয়সী শিশুটিকে ঘরে রেখে তার বাবা-মা বাইরে যায়। একপর্যায়ে কৌশলে কিশোর শিমুল ঘরে প্রবেশ করে শিশুকে জোড় করে টয়লেটের ভেতরে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকারের প্রতিবেশীরা ছুটে গিয়ে শিমুল আটক করলে স্থানীয় তাকে মারধর করে বেঁধে রাখে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক রাশেদুল হাসান বলেন, ধর্ষণের শিকার শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এ মামলায় শিমুলকে মঙ্গলবার দুপুরে আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।

Read Entire Article