নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক ও জনপদ বিভাগের (সওজ) জমিতে গড়ে ওঠা এক হাজারের বেশি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৩টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালান সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জাগো নিউজকে জানান, ইউএনওর নেতৃত্বে আমাদের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মোগরাপাড়া এরিয়া অসংখ্য দোকানপাট বসানো রয়েছে, যার মধ্যে আমরা শুধু আজ চট্টগ্রামমুখী লেনে এ অভিযান করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান জানান, সড়ক ও জনপদ বিভাগের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা এক হাজারের বেশি দোকানপাট উচ্ছেদ করেছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালীন সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মঞ্জুর মোর্শেদ, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান মফিজুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিল।
মো. আকাশ/আরএইচ/জেআইএম