কুড়িগ্রামের সোনহাট স্থলবন্দর ব্যবসায়িদের সংগঠন আমদানি ও রপ্তানিকারক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকালে সোনাহাট স্থলবন্দরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
এতে ইফতে খাইরুল ইসলাম শ্যামাকে আহ্বায়ক, আবুল হোসেন ব্যাপারীকে যুগ্ম আহ্বায়ক ও ইছাহাক আলীকে সদস্য সচিব করে ৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সাইফুর রহমান, আবু হেনা মাসুম, কবির হোসেন, শফিকুল ইসলাম, মোজাহারুল ইসলাম ও এরশাদুল হক।
এর আগে গত বুধবার নিয়মিত কমিটির মেয়াদ শেষ হলে তা ভেঙে দেওয়া হয়।
ফজলুল করিম ফারাজী/এএইচ/জেআইএম