সোমবার চীন যাচ্ছে হকির ছেলে-মেয়েরা

2 months ago 6

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে খেলবে বাংলাদেশের মেয়েরা। একই বিভাগে ছেলেরা খেলবে ৯ বছর পর। আগামী ৩ থেকে ১৪ জুলাই দুটি প্রতিযোগিতা হবে চীনের দাঝুতে (Dazhou)।

দুটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের জার্সি উন্মোচণ হয়েছে শনিবার। বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে জার্সি উন্মোচণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বাংলাদেশ, পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা, হংকং, মালয়েশিয়া, জাপান, চাইনিজ তাইপে, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। বাংলাদেশ ছেলেদের বিভাগে সর্বশেষ ২০১৬ সালে অংশ নিয়েছিল। বাংলাদেশে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে বাংলাদেশ রানার্সআপ হয়েছিল।

আরআই/আইএইচএস/

Read Entire Article