বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি মোট ১৫টি ক্যাটাগরির ১ হাজার ৩১৩টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে।
নির্বাচিত প্রার্থীদের দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে। তবে এ নিয়োগে সব জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ জানুয়ারি ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
দেখে নিন সোসাইটি ফর সোসাল সার্ভিসের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
পদের নাম ও বিবরণ
১. সহকারী পরিচালক, অর্থ ও হিসাব (ভ্যাট ও ট্যাক্স, আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ ও ঝুঁকি ব্যবস্থাপনা)
পদসংখ্যা : ০১
বেতন : শিক্ষানবিশকালে ন্যূনতম ১,০৮,৫৬০ টাকা। নিয়মিতকরণের পর বেতন হবে ১,৩৫,৭০০ টাকা।
বয়সসীমা : সর্বোচ্চ ৫০ বছর।
২. প্রশাসক (হাসপাতাল)
পদসংখ্যা : ০১
বেতন : আলোচনা সাপেক্ষে।
বয়সসীমা : সর্বোচ্চ ৫২ বছর।
৩. হেড অব কোর সফটওয়্যার অপারেশন
পদসংখ্যা : ০১
বেতন : আলোচনা সাপেক্ষে।
বয়সসীমা : সর্বোচ্চ ৪৫ বছর।
৪. হেড অব আইটি ইনোভেশন অ্যান্ড টেকনোলজি
পদসংখ্যা : ০১
বেতন : আলোচনা সাপেক্ষে
বয়সসীমা : সর্বোচ্চ ৪৫ বছর
৫. ডাটা অ্যানালিস্ট (এমএফআই অ্যানালিটিকস)
পদসংখ্যা : ০১
বেতন : আলোচনা সাপেক্ষে
বয়সসীমা : সর্বোচ্চ ৪৫ বছর
৬. স্বাস্থ্য সমন্বয়কারী (পিএইচসিপি-প্রকল্প)
পদসংখ্যা : ০১
বেতন : আলোচনা সাপেক্ষে
বয়সসীমা : সর্বোচ্চ ৫০ বছর
৭. নির্মাণ প্রকৌশলী (সেকশন প্রধান)
পদসংখ্যা : ০১
বেতন : আলোচনা সাপেক্ষে
বয়সসীমা : সর্বোচ্চ ৫০ বছর
৮. জোনাল ম্যানেজার
পদসংখ্যা : ০৫
বেতন : শিক্ষানবিশকালে ৭৫,০০০ টাকা। নিয়মিতকরণের পর বেতন হবে ৭৯,০০০ টাকা।
বয়সসীমা : সর্বোচ্চ ৫০ বছর।
৯. এরিয়া ম্যানেজার
পদসংখ্যা : ২৫
বেতন : শিক্ষানবিশকালে ৫২,০০০ টাকা। নিয়মিতকরণের পর বেতন হবে ৫৮,৭৬০ টাকা।
বয়সসীমা : সর্বোচ্চ ৪৫ বছর।
১০. অডিট কর্মকর্তা
পদসংখ্যা : ২০
বেতন : শিক্ষানবিশকালে ৪৩,০০৮ টাকা এবং নিয়মিতকরণের পর ৫৩,৭৬০ টাকা।
বয়সসীমা : সর্বোচ্চ ৩৫ বছর।
১১. জোনাল হিসাব কর্মকর্তা
পদসংখ্যা : ০৫
বেতন : শিক্ষানবিশকালে ৪৪,৬০৮ টাকা এবং নিয়মিতকরণের পর ৫৫,৭৬০ টাকা।
বয়সসীমা : সর্বোচ্চ ৩৫ বছর।
১২. সিনিয়র অফিসার (ক্রেডিট)/শাখা ব্যবস্থাপক
পদসংখ্যা : ৫০
বেতন : শিক্ষানবিশকালে ৪৫,০০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৪৯,৩০০ টাকা।
বয়সসীমা : সর্বোচ্চ ৪০ বছর।
১৩. অটোমোবাইল প্রকৌশলী
পদসংখ্যা : ০১
বেতন : আলোচনা সাপেক্ষে
বয়সসীমা : সর্বোচ্চ ৪০ বছর।
১৪. অফিসার (ক্রেডিট)/সহকারী শাখা ব্যবস্থাপক
পদসংখ্যা : ২০০
বেতন : প্রশিক্ষণকালে (৪ মাস) বেতন ১৬,০০০ টাকা, শিক্ষানবিশকালে ৩৩,৫৬৮ টাকা এবং নিয়মিতকরণের পর ৪১,৯৬০ টাকা।
বয়সসীমা : সর্বোচ্চ ৩২ বছর।
১৫. অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্রেডিট)/সিনিয়র মাঠ সংগঠক
পদসংখ্যা : ১০০০
বেতন : প্রশিক্ষণকালে (২ মাস) বেতন ১২,০০০ টাকা, শিক্ষানবিশকালে ২৯,২৪৮ টাকা এবং নিয়মিতকরণের পর ৩৬,৫৬০ টাকা।
বয়সসীমা : সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের নিয়ম : উপনির্বাহী পরিচালক, এসএসএস বরাবর আবেদনপত্র (স্বাক্ষরসহ), প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (স্বাক্ষরসহ) এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করতে হবে। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে জমা দেওয়া যাবে। আবেদনপত্র প্রেরণের ঠিকানা : উপনির্বাহী পরিচালক, সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস), এসএসএস ভবন, ফাউন্ডেশন অফিস, ময়মনসিংহ রোড, টাঙ্গাইল।
আবেদন ফি : ২০০ টাকা।
নির্দেশনা ও শর্তাবলি
১. ০১নং থেকে ১৪নং পদের প্রার্থীদের পরীক্ষার কেন্দ্র টাঙ্গাইল এবং ১৫নং পদের প্রার্থীদের পরীক্ষার কেন্দ্র ঢাকা, টাঙ্গাইল, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর, যশোর, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট। আবেদনপত্রে ও খামের ওপরে পরীক্ষাকেন্দ্রের নাম উল্লেখ করতে হবে।
২. ১৫নং পদের জন্য ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও খুলনা বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৩. প্রার্থীদের যোগদানের সময় মূল সার্টিফিকেট জমা রাখতে হবে। এ জন্য একটি প্রাপ্তিস্বীকারপত্র প্রদান করা হবে। তবে সাময়িক সময়ের জন্য সার্টিফিকেট উত্তোলন করা যাবে।