সোহরাওয়ার্দী উদ্যানে হঠাৎ পুলিশের অভিযান

2 months ago 6

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় তিন নেতার মাজার এলাকায় বেশ কিছু মাদকসেবীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বুধবার (৪ জুন) রাত ৮টার দিকে এ অভিযান চালানো হয়। এ নিউজ লেখা পর্যন্ত এখনো অভিযান চলমান আছে।

অভিযানে নেতৃত্ব দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম।

মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার ঘটনার পর সোহরাওয়ার্দী উদ্যানে বেশ কয়েকবার অভিযান চালানো হয়। এর পরিপ্রেক্ষিতে আজও এ অভিযান চালানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম বন্ধে ও মাদকমুক্ত রাখতে ধারাবাহিক অভিযান চালানো হবে।

এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার সাম্যকে (২৫) হত্যা করা হয়।

Read Entire Article