সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ দোকানপাট উচ্ছেদ

2 months ago 28

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংলগ্ন রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের অভ্যন্তরে গড়ে উঠা অবৈধ ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্তিতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল মোবাইল টিম এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এর আগে গত শুক্র ও শনিবার মাইকিং করে পূর্ব ঘোষণা দেওয়া হয়।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ কালবেলাকে বলেন, সোহরাওয়ার্দী উদ্যান মূলত গণপূর্ত অধিদপ্তরের মালিকানায় রয়েছে। এটির ভেতরকার অবৈধ দোকানপাট ও হকারদের কারণে আগত বহিরাগতদের চাপ ও ঝামেলা বিশ্ববিদ্যালয়কে ভোগ করতে হয়। সেই জায়গা থেকে এসকল অবৈধ দোকানপাট উৎখাতের জন্য আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিঠি দিয়েছিলাম এবং তাদের সঙ্গে আলোচনা করেছিলাম। সেই প্রেক্ষিতে পুলিশ কমিশনার একটি আইনশৃঙ্খলা কমিটি করে দেন। তখন পুলিশ গণপূর্ত অধিদপ্তরকে বিষয়টি জানানোর পরামর্শ দিলে, আমরা তা করি। এরপর আমরা গত শুক্রবার এবং শনিবার এসব অবৈধ দোকানপাট তুলে নেওয়ার জন্য মাইকিং করে জানিয়ে দেই। 

তিনি বলেন, সর্বশেষ আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও মোবাইল টিম গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে এসকল অবৈধ দোকান উচ্ছেদ করে। এরপর গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের তত্ত্বাবধানে টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান ঘেটে তালা লাগিয়ে তা বন্ধ করে দেওয়া হয়।

Read Entire Article