ঢাকা থেকে খুলনা ও বেনাপোল রুটে নতুন দুই জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। এর মাধ্য দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা-বেনাপোল রুটে ট্রেন চলাচলের দ্বার উন্মোচিত হলো।
নতুন ট্রেন দুটির মধ্যে জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা-খুলনা ও রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা-বেনাপোল রুটে চলাচল করবে। খুলনায় ট্রেনটির উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় খুলনা থেকে যাত্রা শুরু করে জাহানাবাদ এক্সপ্রেস। ট্রেনটি ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছায় সকাল ১০টা ১৫ মিনিটে। সে হিসাবে খুলনা থেকে ঢাকায় পৌঁছাতে সময় নিয়েছে চার ঘণ্টা ১৫ মিনিট।
এদিকে সকাল ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ রেলের ঊধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- আরও পড়ুন
- শুরু হলো খুলনাবাসীর স্বপ্নযাত্রা
জানা গেছে, ট্রেন দুটির মধ্যে জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে সকাল ৬টায় ছেড়ে ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। আর ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে ১১টা ৪০ মিনিটে খুলনায় পৌঁছাবে। ট্রেনটি নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশন স্টেশনে থামবে।
অন্যদিকে রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে ছেড়ে দুপুর ২টা ৩০ মিনিটে বেনাপোল পৌঁছাবে। আর বেনাপোল থেকে বিকেল ৩টা ৩০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে।
ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশন স্টেশনে থামবে। ট্রেন দুটির সাপ্তাহিক বন্ধের দিন সোমবার এবং আসন সংখ্যা ৭৬৮টি।
এনএস/বিএ