সোয়া নয় কোটি টাকা মূল্যের মাদকসহ কারবারি গ্রেপ্তার
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রায় সোয়া নয় কোটি টাকা মূল্যের হেরোইনসহ হরসিত রায় (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার মাঝিপাড়া বিওপির সামনে জাতীয় মহাসড়কের চেকপোস্টে বাংলাবান্ধা হতে পঞ্চগড়গামী দোয়েল নামক বাসে তল্লাশি চালিয়ে ক্রিস্টাল আইস এবং হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।
রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মনিরুল ইসলাম।
গ্রেপ্তারকৃত হরসিত রায় (২২) জেলার দেবীগঞ্জ উপজেলার ৫ নম্বর সুন্দর দিঘী গ্রামের মৃত ধর্ম নারায়ণ রায়ের ছেলে।
বিজিবি পঞ্চগড় ১৮ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীন তেঁতুলিয়া শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদের নেতৃত্বে সীমান্ত পিলার ৪৩৪/এমপি হতে আনুমানিক ৯০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে বাংলাবান্ধা-পঞ্চগড় এশিয়ান জাতীয় মহাসড়কের চেকপোস্টে নিয়মিত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় বাংলাবান্ধা হতে পঞ্চগড়গামী দোয়েল বাসে তল্লাশি অভিযান পরিচালনা করে হরসিত রায়কে আনুমানিক ১ কেজি ৭৯০ গ্রাম ক্রিস্টাল আইস এবং ৯০৫ গ্রাম হেরোইন উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত ক্রিস্টাল আইস এবং ৯০৫ গ্রাম হেরোইন আনুমানিক মূল্য নয় কোটি তেরো লাখ দশ হাজার টাকা।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম জানান, বিজিবির অভিযানে উদ্ধারকৃত ক্রিস্টাল আইস ও হেরোইন অধিক শনাক্তকরণের জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে এবং আটককৃত আসামিকে তেঁতুলিয়া মডেল থানায় সোপর্দসহ এ সংক্রান্ত একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।