সৌদি থেকে আসা ফ্লাইটে বোমাতঙ্ক, জরুরি অবতরণ

14 hours ago 6

সৌদি আরবের জেদ্দা থেকে আসা একটি বিমানে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বিমানটি জরুরি অবতরণ করেছে। 

শনিবার (০১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দা থেকে হায়দরাবাদগামী ইন্ডিগো ফ্লাইটে বোমা হামলার হুমকির কারণে বিমানটি শুক্রবার (১ নভেম্বর) মুম্বাইয়ে জরুরি অবতরণ করে। হুমকির বার্তায় ‘১৯৮৪ সালের মাদ্রাজ বিমানবন্দর ধাঁচের বিস্ফোরণের’ কথা উল্লেখ করা হয়েছিল।

ইন্ডিগো এক বিবৃতিতে জানায়, ইন্ডিগোর একটি ফ্লাইট নিরাপত্তা হুমকি পাওয়ার পর মুম্বাইয়ে ডাইভার্ট করা হয়। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে জানানো হয় এবং সব ধরনের নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করা হয়। পরীক্ষার পর বিমানটি পুনরায় উড্ডয়নের অনুমতি পায়।

বিমান চলাচল পর্যবেক্ষক ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ফ্লাইটটি সকাল ৯টা ১০ মিনিটে হায়দরাবাদে পৌঁছানোর কথা ছিল, কিন্তু হুমকির কারণে মুম্বাইয়ে অবতরণ করে। নিরাপত্তা তল্লাশি শেষে বিমানটি বিকেল ৪টার দিকে হায়দরাবাদে পৌঁছে।

ইন্ডিগোর পক্ষ থেকে আরও জানানো হয়, যাত্রীদের যেন সর্বনিম্ন অসুবিধা হয়, সে জন্য আমরা নিয়মিত আপডেট ও রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা হয়েছে। যাত্রী, ক্রু এবং বিমানের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

ইন্ডিগোর একটি সূত্র জানিয়েছে, হুমকির ই-মেইলে ‘১৯৮৪ সালের মাদ্রাজ বিমানবন্দর ধাঁচের বিস্ফোরণ’-এর কথা উল্লেখ ছিল। ১৯৮৪ সালের ২ আগস্ট চেন্নাই বিমানবন্দরে (তৎকালীন মাদ্রাজ বিমানবন্দর) ঘটে যাওয়া মিনামবাক্কম বোমা বিস্ফোরণে ৩৩ জনের প্রাণহানি ঘটে। ওই হামলার পেছনে ছিল শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী সংগঠন তামিল ইলম আর্মি।
 

Read Entire Article