সৌদিতে ৩ নারীসহ ৮ প্রবাসী গ্রেপ্তার, কর্তৃপক্ষের কঠোর সিদ্ধান্ত

1 month ago 28
সৌদিতে নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তিন নারীসহ আট প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানী রিয়াদ এবং জেদ্দায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।  মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  দেশটির কর্মকর্তারা জানান, নিরাপত্তা বাহিনীর অভিযানে রিয়াদ ও জেদ্দা থেকে আট প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। জনসাধারণের নৈতিকতা আইন লঙ্ঘনকারী কার্যকলাপের বিরুদ্ধে কর্তৃপক্ষের অভিযান অব্যাহত রয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, একটি হোটেলে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের রিয়াদ রিজিয়ন ও সুরক্ষা এবং মানব পাচার অপরাধ দমন বিভাগের সমন্বয়ে পরিচালিত এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। এদিকে জেদ্দায় পৃথক এক অভিযানে পাঁচ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একটি অবকাশ ও শরীর পরিচর্যা কেন্দ্রে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কেন্দ্রটির বিরুদ্ধে নৈতিক আইন লংঘনের অভিযোগ রয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, একই নিরাপত্তা ইউনিটের সাথে সমন্বয় করে জেদ্দা পুলিশ এ অভিযান চালিয়েছে। এ ঘটনায় সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া আইন লংঘনের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জেদ্দা মেয়র শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন।   
Read Entire Article