সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে ঈদ উদযাপন

1 week ago 16

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পিরোজপুরের নাজিরপুরে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।নাজিরপুরের ৭নং শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের খেজুরতলা বাজার সংলগ্ন  অর্ধ শতাধিক পরিবারের মুসল্লি এতে অংশ নেন। পরে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।

রোববার (৩০ মার্চ) সকাল ৭টা ৫০ মিনিটের সময় রঘুনাথপুরের খেজুরতলা বাজাড় সংলগ্ন আল আমিন জামে মসজিদে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৪০ বছর ধরে এ ঈদের জামাতের আয়োজন করা হচ্ছে বলে জানান  নামাজ পড়তে আসা মুসল্লিরা।

নামাজে বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ মুসল্লিরা অংশ নেন। এতে ইমামতি করেন মাওলানা মো. কামরুজ্জামান।

মুসল্লিরা আগামীতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে সবাই একত্রে একই দিনে ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অনেক দূর-দূরান্ত থেকে এমনকি পার্শ্ববর্তী জেলা বাগেরহাট  থেকেও মানুষ এখানে নামাজ পড়তে আসেন।

ওই মসজিদের ইমাম মাওলানা মো. কামরুজ্জামান  বলেন, সৌদির সঙ্গে মিল রেখে আমরা রোজা শুরু করেছিলাম তাই তাদের সঙ্গেই ঈদ উদযাপন করছি। দেশবাসীসহ একইদিনে সারা বিশ্বে মুসলমানদের রোজা ও ঈদ পালনের আহ্বান জানাচ্ছি।

ওই মসজিদে নামাজ পড়তে আসা  অন্য একজন মুসলি মো. হুমায়ুন কবির বলেন, আমরা মূলত চাঁদ দেখেই রোজা রাখি এবং ঈদ পালন করি। যেহেতু পৃথিবী ও চাঁদ একটা, এ কারণেই পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখলেই আমরা রোজা রাখি এবং ঈদ পালন করি।

Read Entire Article