সৌম্য সরকারকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা, নেই লিটন

বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরই প্রদর্শনী ম্যাচ খেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক, ক্রিকেটাররা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বিসিবির তত্ত্বাবধানে আগামী ১৬ ডিসেম্বর মাঠে নামবেন আকরাম খান, খালেদ মাসুদ পাইলটরা। সাবেক ক্রিকেটারদের পাশাপাশি একই দিন বিকেলে মাঠে নামবে বর্তমান ক্রিকেটাররাও।  ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) আয়োজনে মিরপুরে বিকেলে খেলতে নামবেন তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরা। অদম্য ও অপরাজেয় নামে দুই দলে ভাগ হয়ে প্রীতি ম্যাচ খেলবেন তারা। ইতোমধ্যে ওই ম্যাচের জন্য দলও ঘোষণা করেছে কোয়াব। অদম্যকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অপরাজেয় দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। ঘোষিত দলে রয়েছেন সৌম্য সরকার। তবে দুই দলের কোনোটিতেই নেই লিটন দাস।  অদম্যের স্কোয়াডে মিরাজ ছাড়া উল্লেখযোগ্য ক্রিকেটারদের মধ্যে রয়েছে তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন। অপরাজেয়তে রয়েছে পারভেজ হোসেন ইমন, জাকের আলী, শামীম পাটোয়ারি, নাহিদ রানা।  এক নজরে দুই দলের স্কোয়াড: অদম্য— মেহেদী হাসান মির

সৌম্য সরকারকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা, নেই লিটন

বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরই প্রদর্শনী ম্যাচ খেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক, ক্রিকেটাররা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বিসিবির তত্ত্বাবধানে আগামী ১৬ ডিসেম্বর মাঠে নামবেন আকরাম খান, খালেদ মাসুদ পাইলটরা। সাবেক ক্রিকেটারদের পাশাপাশি একই দিন বিকেলে মাঠে নামবে বর্তমান ক্রিকেটাররাও। 

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) আয়োজনে মিরপুরে বিকেলে খেলতে নামবেন তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরা। অদম্য ও অপরাজেয় নামে দুই দলে ভাগ হয়ে প্রীতি ম্যাচ খেলবেন তারা। ইতোমধ্যে ওই ম্যাচের জন্য দলও ঘোষণা করেছে কোয়াব। অদম্যকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অপরাজেয় দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। ঘোষিত দলে রয়েছেন সৌম্য সরকার। তবে দুই দলের কোনোটিতেই নেই লিটন দাস। 

অদম্যের স্কোয়াডে মিরাজ ছাড়া উল্লেখযোগ্য ক্রিকেটারদের মধ্যে রয়েছে তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন। অপরাজেয়তে রয়েছে পারভেজ হোসেন ইমন, জাকের আলী, শামীম পাটোয়ারি, নাহিদ রানা। 

এক নজরে দুই দলের স্কোয়াড:

অদম্য— মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন ধ্রুব, আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভির ইসলাম এবং শরিফুল ইসলাম।

অপরাজেয়— পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা এবং আব্দুল গাফফার সাকলাইন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow