পাবনার ঈশ্বরদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভাড়া দেওয়ার অভিযোগে প্রধান শিক্ষককে শোকজ (কারণ দর্শানো) নোটিশ দিয়েছেন শিক্ষা কর্মকর্তা। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. শাহিনা আক্তার এ তথ্য জানান।
এরআগে উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী মাথালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ২৫ হাজার টাকায় ভাড়া দেওয়ার অভিযোগ উঠে প্রধান শিক্ষক আব্দুল হান্নানের বিরুদ্ধে। সেই অভিযোগের প্রেক্ষিতে এলাকাবাসী শিক্ষা অফিসে বিষয়টি অবহিত করেন। প্রধান শিক্ষক স্কুল মাঠ ভাড়া দেওয়ার বিষয়টি অস্বীকার করলেও স্কুল মাঠ ভাড়া নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন সোহেল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন নামক বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বরতরা।
স্থানীয়রা জানান, স্কুল মাঠটি ঠিকাদারি প্রতিষ্ঠান দখল করে ব্যবহার করার ফলে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার শঙ্কা দেখা দিয়েছে। খেলাধুলায় বিঘ্ন ঘটার পাশাপাশি ঝুঁকিতে রয়েছে কোমলমতি শিশু শিক্ষার্থীরা। এমনকি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ অর্থের বিনিময়ে এভাবে ভাড়া দেওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নীতি নৈতিকতা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানটির সুপারভাইজার রিফাত আহমেদ জানান, বিদ্যালয়টির প্রধান শিক্ষককে ২৫ হাজার টাকা দিয়ে মাঠটি এক মাসের জন্য ভাড়া নেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষকে টাকা দিয়েই তারা কাজ করছেন।
তবে এ বিষয়ে জানতে চাইলে টাকার বিনিময়ে স্কুল মাঠ ভাড়া দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান। তিনি বলেন, টাকা নিয়ে মাঠ ভাড়া দেওয়ার বিষয়টি সত্য নয়। কে বা কারা ভাড়া দিয়েছে এটা আমি জানি না।
ঈশ্বরদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. শাহীনা আক্তার বলেন, বিদ্যালয়ের মাঠ ভাড়া দেওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি অবৈধভাবে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে প্রধান শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৩ কর্মদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দিতে হবে।
শেখ মহসীন/আরএইচ/জিকেএস