চট্টগ্রামের হাটহাজারীতে আলীপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ তানভীরকে (১৬) দলবল নিয়ে বেধড়ক পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুই শিক্ষার্থীকে আটক করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলো— মো. রবিউল ইসলাম (১৬) ও সামির বিন সাইফ (১৬)। তারা একই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
নিহত তানভীর স্কুলের নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সৃষ্ট বিরোধ মীমাংসা করে দেওয়ায় একপক্ষ তার ওপর ক্ষুব্ধ হয়। এর আগে ওইদিন দুপুর দেড়টার দিকে টিফিন ছুটির পর স্কুল থেকে সামান্য দূরে হাটহাজারী পৌরসভার পুরোনো কার্যালয় সংলগ্ন রাস্তায় দলবল নিয়ে তানভীরকে বেধড়ক পেটাতে থাকে। এতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তানভীরকে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সেখান থেকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্কুল শিক্ষার্থী তানভীর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া কালবেলাকে জানান, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ।