স্কুলছাত্রী নির্যাতনের হুকুমদাতা সেই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

1 day ago 3

কুড়িগ্রামের রাজারহাটে বাবার নামে চুরির ‘মিথ্যা অপবাদের’ প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে গাছের সঙ্গে ৬ ঘণ্টা বেঁধে নির্যাতনের হুকুমদাতা সেই ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তবে স্কুলছাত্রী নির্যাতনের ঘটনায় নয়, রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার আব্দুল কুদ্দুস প্রামাণিক ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিশামত নাখেন্দা গ্রামের মোস্তফা মিয়ার কন্যা ও ৯ম শ্রেণির শিক্ষার্থী মোহনা আক্তারকে বাড়ির উঠানে গাছের সাথে রশি দিয়ে ৬ ঘণ্টা বেঁধে রাখা হয়। ভুক্তভোগী ওই কিশোরীর ছোটবোন আশামনি (৯) বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিল। তার দাদি নাতনির চিকিৎসার খরচের জন্য ওই কিশোরীর বাবাকে একটি গরু দেন। পরে ওই কিশোরীর দুঃসম্পর্কের দাদা আব্দুল কাদের (সাবেক ইউপি সদস্য) ওই কিশোরীর বাবার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ আনেন এবং চৌকিদার পাঠিয়ে হুমকি দেন। বাবাকে দেওয়া অপবাদের প্রতিবাদ করলে আব্দুল কাদেরের উঠানেই নবম শ্রেণির ওই কিশোরীকে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করা হয়।

ভুক্তভোগী কিশোরী জানায়, অপবাদের প্রতিবাদ করতে এবং দাদির সঙ্গে দেখা করতে এলে আব্দুল কাদের কয়েকজনের সহায়তায় সকাল ৯টার দিকে তাকে বেঁধে রাখে। গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে এবং মারধর করে হাঁটুতে, গলায় এবং পিঠে জখম করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের হুকুমে মেয়েটিকে গাছে বেঁধে রাখার অভিযোগ উঠলে তিনি বলেন, ‘ওই কিশোরী বেয়াদব। মেরে তার পিঠের চামড়া ছিলে দেওয়া উচিত ছিল।’

এদিকে তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে দেশব্যাপী ব্যাপক সমালোচনার ঝড় উঠে। পরে মঙ্গলবার রাতে মেয়েটির বাবা মোস্তফা মিয়া বাদী হয়ে আব্দুল কাদেরসহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করলেও এতে উক্ত চেয়ারম্যানকে আসামি করা হয়নি। এ অবস্থায় আজ (বৃহস্পতিবার) দুপুরে যৌথবাহিনী চেয়ারম্যানের বাড়ি থেকে তাকে আটক করে আদালতে প্রেরণ করেন। 

রাজারহাট থানার ওসি মো. তছলিম উদ্দিন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিককে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

Read Entire Article