স্কুলবাসে আগুনে দগ্ধ সেই চালক মারা গেছেন

মানিকগঞ্জে স্কুলবাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ চালক পারভেজ খান (৪৫) ৪ দিন পর মারা গেছেন। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পারভেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বারাইভিকড়া এলাকার আবুল হোসেনের ছেলে। হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আজাদুর রহমান কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে মানিকগঞ্জ শহরের দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের একটি বাস ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা ছিল এবং চালক পারভেজ খান বাসের মধ্যে ঘুমিয়ে ছিল। হঠাৎ রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্কুলবাসে আগুনে দগ্ধ সেই চালক মারা গেছেন

মানিকগঞ্জে স্কুলবাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ চালক পারভেজ খান (৪৫) ৪ দিন পর মারা গেছেন।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত পারভেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বারাইভিকড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আজাদুর রহমান কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে মানিকগঞ্জ শহরের দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের একটি বাস ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা ছিল এবং চালক পারভেজ খান বাসের মধ্যে ঘুমিয়ে ছিল। হঠাৎ রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে শিবালয় থানার পুলিশ বাসের চালককে উদ্ধার করে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন।

নিহত পারভেজের ছেলে সুমন খান বলেন, অগ্নিদগ্ধ হওয়ার পর বাবাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দুই দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখার পর গত শনিবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে বাবা মারা যান।

এ বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার মোছাম্মদ ইয়াছমিন খাতুন কালবেলাকে বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। এখন আমরা এই মামলার সঙ্গে হত্যা ধারা সংযুক্ত করে নেব। এরই মধ্যে আসামিদের ধরতে আমাদের চিরুনি অভিযান চলমান রয়েছে। আসা করছি অতি দ্রুত দোষীদের ধরতে সক্ষম হবো।’

এদিকে স্কুলবাসে আগুনে দগ্ধ চালকের মৃত্যুর ঘটনায় হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজসহ নিহতের এলাকায় শোকের মাতম বইছে।   
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow