স্কুলমাঠে হাট বসানো সেই বিএনপি নেত্রীকে সেনাবাহিনীর তলব

2 months ago 7

কুড়িগ্রামের চিলমারীতে নিয়মনীতির তোয়াক্কা না করে স্কুলমাঠে পশুর হাট বসানো বিএনপির সেই নেত্রী জেয়ারা খাতুন রুজিকে তলব করেছে সেনাবাহিনী। পরে বাহিনীর পক্ষ থেকে ওই নেত্রীকে হাট সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৩ জুন) কুড়িগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা বিএনপি নেত্রী জেয়ারা খাতুন রুজিকে ক্যাম্পে তলব করে হাট সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন।

বিএনপি নেত্রী জেয়ারা খাতুন রুজি  বিএনপির চিলমারী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক। রাজনীতির পাশাপাশি তিনি একটি সরকারি স্কুলে শিক্ষকতাও করছেন বলে জানা গেছে।

কুড়িগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা মেজর আহাদ বলেন, স্কুলমাঠে হাট বসানোর অভিযোগ এসেছিল। আসার পর আমরা সরাসরি খোঁজ নিয়েছি। ওখানে হাট করার জন্য প্রশাসন কোনো অনুমতি দেয়নি। ওনার ভাইয়ের নামে থানাহাট বাজার ইজারা নেওয়া আছে। কিন্তু ওই বাজার পশুর হাটের সঙ্গে সংশ্লিষ্ট না। যার কারণে কোনোভাবে স্কুলমাঠে তারা হাট বসাতে পারেন না। তাই আমরা ওনাকে (বিএনপি নেত্রী) ডেকে না করে দিয়েছি। 

তিনি আরও বলেন, আশা করি তিনি এটা আর করবেন না। স্কুলমাঠ ছাড়া অন্য কোথাও যদি স্থানীয় প্রশাসন তাকে অনুমতি দেয় সেক্ষেত্রে অনুমতি সাপেক্ষে হাট করতে পারবেন। এরপরও আমাদের অভিযান চলমান রাখব, বুধবার (৪ জুন) আমরা নজরে রাখব। যদি তারপরও রিপোর্ট আসে তাহলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেব।

এর আগে, গত ২৮ মে দুপুরের দিক সরেজমিনে চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পশুর হাট বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। স্কুলের প্রধান ফটকে গেট সাজানো হয়। এরপর মাঠের একপাশে খুঁটি বসানো হয়েছিল।

Read Entire Article