স্কুলশিক্ষার্থীদের ইভটিজিং করায় যুবকের কারাদণ্ড

3 months ago 24

মেহেরপুরের গাংনীতে স্কুলশিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অপরাধে আল আমিন হোসেন নামের এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ মে) বিকেলে উপজেলার বাদিয়াপাড়া মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
 
কারাদণ্ডপ্রাপ্ত আল আমিন হোসেন পেশায় টাইলস মিস্ত্রি। তিনি বামুন্দী গ্রামের আব্দুর রহিমের ছেলে। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম সাদ্দাম হোসেন বলেন, আল আমিন হোসেন স্কুলে যাওয়া আসার পথে শিশু ছাত্রীদের নানা অঙ্গভঙ্গির মাধ্যমে নিপীড়ন করে আসছিল। আজ এক শিশু ছাত্রীকে উত্যক্ত করার সময় এলাকাবাসী ধরে উপজেলা প্রশাসনকে খবর দেয়।

তিনি আরও বলেন, অভিযোগের সত্যতা যাচাইয়ের পর এ অপরাধে দণ্ডবিধির ৫০৯ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাকে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

Read Entire Article