স্কুলের মিটিংয়ে পোশাক খুলে প্রতিবাদ

3 weeks ago 11

মেয়েদের লকার রুমে ট্রান্সজেন্ডার মেয়েদের প্রবেশাধিকার দেওয়ায় স্কুল বোর্ড মিটিংয়ে পোশাক খুলে প্রতিবাদ করেছেন অভিভাবকরা। আলোচিত এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।

দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, সম্প্রতি ক্যালিফোর্নিয়ার একটি স্কুলে মেয়েদের লকার রুমে ট্রান্সজেন্ডার মেয়েদেরও প্রবেশাধিকার দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে অভিভাবকরা পোশাক খুলে প্রতিবাদ করেন।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বেথ বোর্ন নামে এক মহিলা বোর্ড সভায় বিকিনি পরে প্রতিবাদ জানিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি পোশাক খুলে যুক্তি দেখান- বর্তমান লকার রুম নীতিমালার অধীনে মেয়েরা আসলে কতটা অনিরাপদ বোধ করতে পারে। তারা যখন পোশাক খুলতে শুরু করেন, তখন চরম বিশৃঙ্খলা দেখা দেয়।

বোর্ড সদস্যরা বাধ্য হয়ে বিরতি ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে চরম আলেচনা-সমালোচনার। অগাস্টা স্কুল বোর্ড বলছে, মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় তারা এই নীতি গ্রহণ করেছে।

তবে অভিভাবকদের একাংশ স্কুলের এই সিদ্ধান্তে চরম ক্ষীপ্ত হয়েছেন। অন্য দিকে স্কুলের এই নীতির পক্ষেও অনেকে দাঁড়িয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বিক্ষোভও হয়েছে।
 

Read Entire Article