স্কুলের সামনে মাকে পিটিয়ে অস্ত্রের মুখে মেয়েকে অপহরণ

6 hours ago 6
যশোরের শার্শায় বেনাপোলে মাকে পিটিয়ে সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বেনাপোল কাগমারি কিন্ডারগার্টেন স্কুলের সামনে সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর শিখা খাতুন তিনজনের নামে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দায়ের করেন। তবে দুদিন পেরিয়ে গেলেও অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে পারেনি। এ ছাড়া অভিযুক্ত কেউ আটক হয়নি। অভিযোগ সূত্রে জানা গেছে, পোর্ট থানার কাগমারী গ্রামের ওই ছাত্রী স্কুলের ৭ম শ্রেণিতে পড়াশোনা করে। স্কুলের অর্ধবার্ষিকী পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে বাড়িতে ফিরছিলেন মা। এ সময় বেনাপোল দিঘিরপাড় গ্রামের সেলিম হোসেনের ছেলে সুমন হোসেন (২২), তার বন্ধু কাগমারী গ্রামের জিসান (২২) ও ভবেরবেড় গ্রামের নাইমুরসহ (২৬) আরও ১০-১২ জন দুর্বৃত্ত মোটরসাইকেল ও একটি সাদা প্রাইভেটকার নিয়ে তাদের পথরোধ করে। জিসান ও নাইমুর শিখা খাতুনকে মারধর করলে সুমন অস্ত্রের মুখে জাকিয়াকে জোর করে প্রাইভেটকারে তুলে অপহরণ করে নিয়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে আসার আগেই তারা পালিয়ে যান। এ ঘটনায় ছাত্রীর মা তিনজনের নামে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ করেছেন। তবে দুদিন পেরিয়ে পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।  ওই ছাত্রীর বাবা বলেন, বখাটে সুমন, জিসান ও নাইমুরসহ আরও ১০-১২ জন সোমবার অস্ত্রের মুখে আমার মেয়েকে অপহরণ করেছে। পূর্বেও একই ব্যক্তি আমার মেয়েকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। অভিযোগ দিলেও পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। কাগমারি কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা অস্ত্রের মুখে আমাদের ছাত্রীকে অপহরণ করেছে। প্রশাসনের কাছে আমরা তার উদ্ধারের জন্য জোর দাবি জানিয়েছি। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বলেন, থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের ধরতে ও অপহৃত মেয়েকে উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে।
Read Entire Article