টসে জিতে ব্যাটিং নেয় হায়দরাবাদ। শুরুতেই স্টার্কের তোপের মুখে পড়ে তারা। অস্ট্রেলিয়ান পেসার পাওয়ার প্লেতে নিজের সাত বলের মধ্যে তিন উইকেট নেন। আর প্রথম ওভারে অভিষেক শর্মাকে সরাসরি থ্রোয়ে রান আউট করেন নিগাম। ৩৭ রানে চার উইকেট হারায় হায়দরাবাদ।
খারাপ শুরুর পরও হায়দরাবাদ ঘুরে দাঁড়ায় আইনরিখ ক্লাসেন ও অনিকেত ভার্মার জুটিতে। ৭৭ রান তোলেন দুজনে মিলে। ক্লাসেন ১৯ বলে ৩২ রানে থামেন। তবে অনিকেত ৪১ বলে ৫ চার... বিস্তারিত