স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘Ai অ্যান্ড IoT রেভলিউশন’ কর্মশালা

4 hours ago 5

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘Ai অ্যান্ড IoT রেভলিউশন’ কর্মশালা


স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘AI and IoT Revolution : Driving Innovation Beyond Boundaries’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালার লক্ষ্য ছিল শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ইন্টারনেট অব থিংস (IoT) বিষয়ে বাস্তব দক্ষতা অর্জন এবং উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করা।

কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোসাদ্দেক হোসেন কামাল তুষার, প্রফেসর, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ইন্টারনেট অব থিংস (IoT) কোনো ভবিষ্যতের ধারণা নয়, বরং আজকের যুগের অর্থনৈতিক রূপান্তরের চালিকাশক্তি। এই প্রযুক্তিগুলোর সঠিক প্রয়োগ কৃষি, স্বাস্থ্য, পরিবহন ও শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে।’

উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর  প্রফেসর ড. মো. আখতার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নওজিয়া ইয়াসমিন এবং রেজিস্ট্রার ড. আহমেদ হুসাইন। তারা শিক্ষার্থীদের প্রযুক্তি-ভিত্তিক শিক্ষায় দক্ষ হওয়ার গুরুত্বে আলোকপাত করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা হাতে-কলমে কাজ করেছেন IoT ডিভাইস সংযোজন, রিয়েল-টাইম ডেটা মনিটরিং এবং AI অ্যালগরিদমের ব্যবহারিক প্রয়োগ বিষয়ে। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. শারমিন পারভীন এবং সম্মানিত অতিথি ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শীল।

Read Entire Article